Green Apple School & College (GASC)
School and College.
EIIN : | School Code :
   Log In
       

Principal Message

Principal Message

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক, 
গ্রিন অ্যাপল পরিবারে আপনাদের স্বাগত,
শিক্ষার গুরুত্ব সম্পর্কে দার্শনিক এরিস্টটল বলেছিলেন, “শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি”। আবার ফ্রান্সিস বেকন বলেছিলেন, “শিক্ষাই সব শক্তির মূল”। শত শত বছর পরেও এ কথা গুলোর মূল্য হারায়নি। বরং বিশ্বায়নের যুগেও শিক্ষা সর্বক্ষেত্রে মূল চালিকা শক্তি হিসেবেই প্রাধান্য পেয়েছে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে শিক্ষার্থীদের দোর গোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রিন অ্যাপল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হল শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। 
আমি বিশ্বাস করি আমাদের দীর্ঘ অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, সৃজনশীল পাঠ পরিকল্পনা এবং পরিকল্পিত পাঠদানের মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা অর্জন করতে পেরেছি। আর এ আস্থাকে ধরে রাখার জন্য আমাদের চেষ্টা ও পরিকল্পনা বিরামহীন। আমরা শিক্ষক, শিক্ষা-বিস্তারের মাধ্যমে সমাজের সেবা করে যাচ্ছি। আমাদের জীবন শিক্ষকতায় নিবেদিত। আপনাদের প্রত্যাশা পূরণ তথা শিক্ষার্থীদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের অগ্রযাত্রায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা এবং সমর্থন আন্তরিকভাবে কাম্য। 
ধন্যবাদান্তে, 
শিল্পী সাহ
অধ্যক্ষ 
গ্রিন অ্যাপল স্কুল অ্যান্ড কলেজ


Total Views : 365