Green Apple School & College (GASC)
School and College.
EIIN : | School Code :
   Log In
       

Chairman Message

Chairman Message

সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম,
আধুনিক বিশ্বে প্রতিযোতিতার যুগে নিজেকে যোগ্যতা সম্পন্ন ও প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীর প্রাথমিক, নিম্ম-মাধ্যমিক ও মাধ্যমিক স্তর গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ স্তর গুলো সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন আন্তরিক তত্ত্বাবধানে পরিকল্পিত দিক নির্দেশনা। অভিভাবকের উৎকন্ঠা লাঘব করার প্রচেষ্টায় আমি মো: শাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানিক স্যার) গ্রিন অ্যাপল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করি এবং প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করি। তারই ধারাবাহিকতায় আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমার পূর্ণ বিশ্বাস আমার ২০ বছরের অভিজ্ঞতা, প্রশাসনিক ব্যবস্থা, নিয়ম-কানুন, শৃঙ্খলা, সৃজনশীল পরিল্পনা ও পরিকল্পিত পাঠদানের মাধ্যমে আমরা অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। গ্রিন অ্যাপল স্কুল অ্যান্ড কলেজ সফলতার সাথে তার সুদূর প্রসারী লক্ষ্যে পৌঁছানোর জন্য আন্তরিক আমরা সচেষ্ট। গ্রিন অ্যাপল স্কুল অ্যান্ড কলেজ ২০২৩ শিক্ষাবর্ষ হতে (প্রেপ-২ থেকে ৯ম) শ্রেণি পর্যন্ত উন্মুক্ত “মেধা বৃত্তি” পরীক্ষার আয়োজন করে এসেছে।
আমি আশা রাখি আমাদের প্রতিষ্ঠানের বর্তমান উর্ধ্বমুখী অগ্রগতি চলমান থাকলে আমরা আরো বড় পরিসরে এবং মনোমুগ্ধকর পরিবেশে গ্রিন অ্যাপল স্কুল অ্যান্ড কলেজকে নিয়ে যেতে সক্ষম হবো, ইনশাল্লাহ।
আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি।
ধন্যবাদান্তে,
মো: শাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানিক স্যার)
প্রতিষ্ঠাতা ও সভাপতি
গ্রিন অ্যাপল স্কুল অ্যান্ড কলেজ
০১৭৪২৭০১২১৬/ ০১৭১১৩৬৮৭৪১


Total Views : 339